বিশ্ব নেতাদের তালিকায় মাশরাফি বিন মর্তুজা

সুইজারল্যান্দের জেনেভা থেকে পরিচালিত সংস্থা ‘ইয়াং গ্লোবাল লিডার্স’-এর বিশ্বসেরা তরুণ নেতার খেতাব পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ২০২১ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সারা বিশ্ব থেকে বেছে নিয়েছে ১১২ জন ‘ইয়াং গ্লোবাল লিডার্স’। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ জনের মধ্যে একজন মাশরাফি বিন মর্তুজা । মাশরাফি তার সংসদীয় এলাকায় (নড়াইল ২) এ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় এই স্বীকৃতি পেয়েছেন।
ব্যবসা বাণিজ্য, রাজনীতি, শিক্ষা, মিডিয়া, চারুকলায় নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ নির্বাচিত করে থাকেন। এক্ষেত্রে বয়স হতে হবে ৪০-র নিচে।

দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন:-
১. মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)
২. অদিতি আওয়াস্থি (ভারত)
৩. শ্রিকান্ত বোল্লা (ভারত)
৪. মালেকা বোখারি (পাকিস্তান)
৫. নির্ভানা চৌধুরী (নেপাল)
৬. গাজাল কালরা (ভারত)
৭. শ্রিভার খেরুকা (ভারত)
৮. আমেয়া প্রভু (ভারত)
৯. হৃদয় রবীন্দ্রনাথ (ভারত)
১০. হিতেশ বাধওয়া (ভারত)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here