আইসিইউ বেডের জন্য হাহাকার

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৫৮ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনে পৌঁছেছে। আর গেল ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণে যাদের নিবিড় পরিচর্যা প্রয়োজন তাদের আইসিইউ বেড পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে দিন দিন।
এখন যেভাবে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে সরকারের পক্ষে সামাল দেওয়া খুবই কঠিন হয়ে পড়বে।

দিন দিন হাসপাতালগুলো করোনার রোগীতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যাদের নিবিড় পরিচর্যা প্রয়োজন তাদের আইসিইউ বেড পাওয়া একদম অনিশ্চিত হয়ে পড়েছে।

ঢাকায় করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালে সর্বমোট আইসিইউ বেড আছে ১০৮টি। সবগুলো বেড প্রায় পরিপূর্ণ।

আইসিইউ বেডের তীব্র ঘাটতির অর্থ হলো গুরুতর রোগীদের মধ্যে খুবই সামান্য একটি অংশই কেবল আইসিইউতে চিকিৎসা নিতে পারবেন।

সরকারি করোনা হাসপাতালে আইসিইউ বেড আছে-
১. বিএসএমএমইউ – ১৬টি
২. কুয়েত মৈত্রী হাসপাতালে- ১৬টি
৩. কুর্মিটোলা জেনারেল হাসপাতালে – ১০টি
৪. ঢাকা মেডিকেলে – ১০টি
৫. গ্যাসট্রোলিভার হসপিটালে – ১৬টি
৬. ফুলবাড়িয়া হাসপাতালে – ৬টি
৭. কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে – ১৫টি

অন্যদিকে, সরকারি হাসপাতালের সাধারণ বেড আছে ২৪৭৫ টি যার মধ্যে আজ রাত ১০ টা পর্যন্ত ২১৩৫ টিতে রোগী ভর্তি আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here