বেপরোয়া আচরণের কারণে পরিস্থিতির অবনতিঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মানুষের বেপরোয়া আচরণের কারণে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, মহাখালিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোভিড হাসপাতালে দুইশ আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া গতবারের চেয়ে ১০ থেকে ১১ গুণ করোনা রোগী বেড়েছে। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশ ও মানুষের মঙ্গলের জন্যই কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। কারো ওপর বল প্রয়োগ করতে চায় না সরকার। নিজেদের মঙ্গলের জন্য সবারই স্বাস্থ্যবিধি মানা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here