দেশের দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার তাণ্ডব

নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বেড়েই চলেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে উপজেলার ২১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে আরও ২৪ জন। বুধবার রাত ১২ টা ১ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে আরও ২৪ জন। যাদের মধ্যে বয়স্ক নারী ও পুরুষের সংখ্যা সবথেকে বেশি। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন অপর্যাপ্ত ডাক্তার ও নার্স। বিছানায় জায়গা না হওয়ায় বারান্দার ফ্লোরে শুইয়ে চিকিৎসা নিচ্ছেন এসব রোগীরা। নেই পর্যাপ্ত আই ভি সালাইন এর সরবরাহ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফিরোজ কিবরিয়া জানান, আবহাওয়ার পরিবর্তন জনিত কারণ ও দূষিত পানি ব্যবহারের কারণেই ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে রোগীরা। চিকিৎসার জন্য তারা জেলায় আরো বেশি স্যালাইনের চাহিদা পাঠিয়েছেন।

একই চিত্র ফুটে উঠেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়।
এখানে ৫০ শয্যা হাসপাতালে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে প্রায় ৫০০ জন রোগী ভর্তি হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। সংকট পড়েছে আই ভি স্যালাইনের, তাই বাহির থেকে কিনতে হচ্ছে স্যালাইন আর এই সুযোগে ফার্মেসিগুলো নানা অজুহাতে ৯০ টাকার স্যালাইন ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here