অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করবে বিএমডিসি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বিভিন্ন সেবা সহজ ও দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে অনলাইন ই-পেমেন্টে ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

শুক্রবার (২ জুলাই) বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং বিএমডিসি কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা সহজতর ও দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে অনলাইন ই-পেমেন্টে ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানা যায়, আগামী ১৫ জুলাই হতে বিএমডিসিতে নিবন্ধিত চিকিৎসকগণ https://payment.bmdc.org.bd/ এই ওয়েব আইডিতে প্রবেশ করে বিভিন্ন আবেদনের ফি অনলাইনে প্রদান করে সেবা গ্রহণ করতে পারবেন। নিবন্ধনের পর লগইন করে বিভিন্ন সেবার জন্য আবেদন ও অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ফি প্রদান করতে পারবেন আবেদনকারীরা।

এছাড়া অনলাইন ব্যবহারকারী নিবন্ধন বা ফি জমাদান সংক্রান্ত সহায়তার জন্য ০১৭১৩১৬২৯৭৯ নম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here