ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু হতে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে

চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরী বিভাগের নাম দেওয়া হয়েছে ‘One stop emergency care’.

শুধু নাম নয়, নামের সাথে জরুরি বিভাগটিও পেয়েছে আধুনিকতার ছোঁয়া বটে। ইমার্জেন্সি ইউনিটের ভেতরে ঢুকে প্রথম দেখে হঠাৎ করে ধাঁধায় পরে যেতে পারেন তবে যে কেউ। বিশাল এবং সু- পরিকল্পিতভাবে তৈরী হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগটি ।

জরুরি বিভাগটি যেমন আধুনিক হচ্ছে,ঠিক সেভাবে বাকি
নিয়ম শৃংখলাও মেনে চলার ব্যপারটাও সেভাবে পর্যবেক্ষণে রাখা হবে সবসময় ।

সকল বিশেষায়ীত সেবার সুবিধা রেখে তাৎক্ষনিকভাবে জরুরি রোগী পর্যবেক্ষন ও বিশেষায়ীত সেবা শুরু করার পরিকল্পনা নিয়েই তৈরী করা হচ্ছে এ বিশেষায়ীত ইমার্জেন্সি ইউনিট।

বিজ্ঞপ্তি/ ডিজিএইচএস/fb.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here