আর্চার দিয়া সিদ্দিকীর চিকিৎসক হওয়ার স্বপ্ন

স্টাফ রিপোর্টার

নীলফামারীর মেয়ে দিয়া, ২০১৭ সালে বিকেএসপিতে ভর্তি হন। আর্চারির সাথে পরিচয়টাও ঠিক সেখান থেকেই শুরু।

দিয়া ইতোমধ্যে আর্চারি খেলাকে কেন্দ্র করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন থাইল্যান্ড, স্পেন, প্যারিস, সুইজারল্যান্ড এবং সর্বশেষ টোকিও অলিম্পিকেও।

দিয়ার ১ম খেলা ছিল, ২০১৯ সালে আইএসএস ইন্টারন্যাশনাল সলিডারিটি।
আর সেই প্রথম খেলাতেই তিনি স্বর্ণপদক জয় করে সারা ফেলে দেন। সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে গলায় ঝুলিয়েছেন রৌপ্য পদক, যেখানে সঙ্গী ছিলেন রোমান সানা। অলিম্পিকে পদক জেতা না হলেও ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন।

দিয়া বলেন, “আমি বর্তমানে বিকেএসপির একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। এখানে আমার শিক্ষক নূর আলম স্যারের হাত ধরেই এতদূরে আসা। এছাড়াও বিভিন্ন ধাপ এবং নানা পর্যায়ে আমার প্রশিক্ষকদের অবদান ও অনেক।

দিয়া বলেন, “খেলাধুলার মধ্যে বিশ্বের সব থেকে বড় হল অলিম্পিক। আর সেখানে খেলতে পারাটা বেশ কষ্টসাধ্য ব্যপার। তাছাড়া সেখান থেকে পদক জয় আরো কঠিন কিন্তু এমুহূর্তে আমার বড় প্রাপ্তিটা হল অভিজ্ঞতা। যার মাধ্যমে আমি পরবর্তীতে আরও ভালো খেলতে পারব।

খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন বেশ গুরুত্বের সাথে দিয়া। তার কারণ শৈশবের একটি ইচ্ছা ছিল দিয়া বড়ো হয়ে একজন ডাক্তার হব। এখন সেই স্বপ্ন পূরনের অপেক্ষায় দিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here