বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

https://www.facebook.com/thesngtailordhaka/
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ১৬৪ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৩৫২ জনে। আর শনাক্তের সংখ্যা ৪২ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৩৫৬ জনে।

গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৪১১ জন। এতে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৩৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১৮৬ জন।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ হাজার ১৪৪ জনের মৃত্যুর পাশাপাশি ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোটা মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৮ হাজার ৪১৫ এবং ৮ কোটি ৩১ হাজার ১১৮ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here