শেবাচিম’এ কর্মরত নার্সের উপর পুলিশি হামলা

স্টাফ রিপোর্টারঃ

গতকাল (বুধবার) রাত ১১.৪০ মিঃ এ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক সিনিয়র স্টাফ নার্সের উপর হামলা করেছেন কয়েকজন পুলিশ।

সূত্র জানায়,গতকাল রাতে টুরিস্ট পু‌লি‌শের প‌রিদর্শক সালাউ‌দ্দিন এ্যাম্বুলেসের ধাক্কায় আহত হলে কয়েকজন পুলিশ সদস্য জরুরি বিভাগে এসে টিকিট চায়,সে সময় জরুরী বিভাগের দায়িত্বরত নার্স সরকারি ফি ১০ টাকা ও রোগীর নাম জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে পুলিশ পরিচয়ে অকথ্য ও অশ্লিল ভাষায় টিকেট দিতে বলে এবং পুলিশের নাম ও টাকা এগুলো লাগবে কেন বলে ৩ থেকে ০৪ জন দরজায় লাথি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে এলোপাথাড়ি শারীরিক আঘাত করতে থাকেন।

এক পর্যায়ে নার্স সাইফুল ইসলামকে পুলিশের অন্য এক সদস্য ও কয়েকজন হাসপাতালের স্টাফ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে সকালে নার্সরা হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করেন বিচারের দাবিতে। এছাড়াও কর্মস্থলে নিরাপত্তা চেয়েছেন সাধারণ নার্সরা। এক পর্যায়ে পরিচালকের আশ্বাসে মানববন্ধন শেষ করে সবাই কাজে যোগদান করেন।

পুলিশের উর্ধতন কয়েকজন কর্মকর্তা নার্স সাইফুল ইসলামকে দেখতে আসেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এছাড়া তদন্ত শেষে অভিযুক্তকে আইনানুযায়ী ব্যবস্থা নিবেন বলে জানান

বর্তমানে নার্সিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম নার্সেস সিক রুমে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here