উপজেলায় প্রথমবারের মত বৈকালিক ডায়গনেস্টিক সেবা চালু করল পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দেশে উপজেলা পর্যায়ে প্রথম বারের মত বৈকালিক ডায়গনেস্টিক সেবা চালু করল পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার। ০৪ অক্টোবর ২০২২ তারিখ মঙ্গলবার এ সেবা উদ্বোধন করা হয়। দুপুর ০২ঃ৩০ ঘটিকা-রাত্র ০৮ঃ০০ ঘটিকা পর্যন্ত বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাফি সহ ১৪ টি বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল টেস্ট বিনামূল্যে সেবা পাবেন উপকূলীয় সুবিধাবঞ্চিত পেকুয়া উপজেলাবাসী।

কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমানের নির্দেশনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এটি বাস্তবায়ন করা হয়।

বৈকালিক ডায়গনেস্টিক সেবা শুভ উদ্ভোদন করেন চকরিয়া- পেকুয়ার মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম এমপি, উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুজিবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ এমএ মনছুর, নার্সিং অফিসার ইনচার্জ উম্মে বিলকিছসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় জাতীয় গণমাধ্যম কর্মীগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here