১৯ জুন থেকে পুনরায় করোনা টিকাদান কর্মসূচি শুরু করার আশা স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
১৯ জুন থেকে পুনরায় করোনা টিকাদান কর্মসূচি শুরু করার আশাবাদ ব্যক্ত করেছন স্বাস্থমন্ত্র। সোমবার রাজধানীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন
ফাইজার এবং সিনোফার্মের টিকা মিলিয়ে বর্তমানে ১২ লাখ ডোজের বেশি টিকা সরকারের হাতে রয়েছে।

সরকারের হাতে থাকা এই ফাইজার-বায়োএনটেক ও সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দিয়ে আগামী ১৯ জুন থেকে আবারও দেশে গণটিকাদান কর্মসূচি শুরু করাবেন বলে জানান। যারা ইতিমধ্যে নিবন্ধিত হয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে এ টিকা দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর মা ফৌজিয়া মালেকের স্মরণে বিসিপিএস মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে এই করোনা সঙ্কট মেটাতে এপ্রিলের শেষে অন্যান্য উৎস থেকে টিকা আনার উদ্যোগ নেয় সরকার। কোভিশিল্ড ছাড়াও আরও চারটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

তবে, টিকার জন্য নতুন নিবন্ধন আপাতত বন্ধই থাকবে। পর্যাপ্ত টিকা হাতে এলে তখন আবার নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here