সরকারি চাকুরিতে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে পদোন্নতি

অষ্টম জাতীয় পে স্কেল-২০১৫ এর পর থেকে মামলা, রীট পিটিশন, আপিল এসবের মধ্য দিয়েই আটকে ছিল কর্মচারিদের পদোন্নতি প্রক্রিয়া। এর আগে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড ব্যাবস্থা থাকলেও অষ্টম জাতীয় পে স্কেল-২০১৫ এর মাধ্যমে পূর্বের সকল বিশেষ স্কেল বাতিল ঘোষনা করা হয় এবং সন্তোষজনকভাবে ১০ বছর চাকুরিকাল অতিক্রমে কর্মচারিদেরকে সয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে পদোন্নতির কথা বলা হয়েছিল। যদিও সেখানে সন্তোষজনক চাকুরি পূর্ন ব্যাখ্যা উল্লেখিত ছিল না। দীর্ঘদিন থেকে এ অস্পষ্টতার বেড়াজালে আটকে ছিল এ সয়ংক্রিয় পদোন্নতি ব্যাবস্থা।

২০১৬ সালে যদিও সন্তোষজনক চাকুরি এবং অন্যান্য অমিমাংশিত বিষয়ে স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। কিন্তু আইনের মারপ্যাচে আবারো সয়ংক্রিয় পদোন্নতি ব্যাবস্থা অনিশ্চিত হয়ে যায়।

সম্প্রতি সংক্ষুব্ধ একটি পক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ দীর্ঘদিনের জটিলতা নিরসনে সরকারি চাকুরিতে ১০ বছর সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করলে সয়ংক্রিয় পদোন্নতি দেয়ার বিষয়টি বহাল রাখেন বিধায় দীর্ঘদিনের জটিলতা নিরসনের আশার আলো দেখা যায় ।

এরইমধ্যে ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এর বাস্তবায়ন অধিশাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব হাবিব উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে উচ্চতর স্কেলে পদোন্নতি দিতে কোন বাধা নেই বলে জানান।

এর মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদানের পর যে সকল কর্মচারি কোন বিশেষ স্কেল ( টাইমস্কেল বা সিলেকশন গ্রেড) যে নামেই হোক না কেন তা থেকে বঞ্চিত ছিলেন তারা উচ্চতর স্কেলে প্রমোশন পেতে আর কোন বাধা নেই কিন্তু যারা টাইমস্কেল বা সিলেকশন গ্রেড বা এর যে কোন একটা একবার পেয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

বিশেষত,২০০৭ সাল থেকে নিয়োগপ্রাপ্ত সকল কর্মচারিগন এতদিন সিলেকশন গ্রেড বা টাইমস্কেল বঞ্চিত থাকলেও এবার উচ্চতর স্কেলে প্রমোশন পেতে আর কোন বাধা থাকল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here