বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে অনলাইনে

আগামী শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি কোন পদ্ধতিতে হবে তা নিয়ে আজ শনিবার আলোচনায় বসছিলেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদ।

বৈঠকটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইন জুমের মাধ্যমে আয়োজন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার উপাচার্যদের সঙ্গে ইউজিসির চেয়ারমানসহ অন্যান্য কর্মকর্তা বৈঠকে বসে করোনাকালের ভর্তি পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

এর পেক্ষিতে আজ ভার্চ্যুয়াল মিটিং এর মাধ্যমে অনলাইনে পরীক্ষাগ্রহণে সম্মত হয়েছেন উপাচার্যগন। এবার ইউজিসি এর সিদ্ধান্ত ও দিকনির্দেশনার অপেক্ষায় এইচএসসি উত্তীর্ণদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার রূপরেখা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here