চমেকহা তে অধ্যাপক ডাঃ সৈয়দা নূরজাহান ভুঁইয়া সেমিনার হল উদ্বোধন

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, প্রয়াত খ্যাতিমান গাইনোকোলজিস্ট অধ্যাপক ডাঃ সৈয়দা নূরজাহান ভুঁইয়া এর স্মৃতি অম্লান করে রাখতে হাসপাতালের একটি সেমিনার হলের নামকরণ করা হলো তাঁর নামে।

উল্লেখ্য, অধ্যাপক ডাঃ সৈয়দা নূরজাহান ভুঁইয়া গত বছরের (২০১৯) ২৯ আগষ্ট ইন্তেকাল করেন। একজন প্রখ্যাত গাইনোকোলজিস্ট হিসেবে উপমহাদেশে তাঁর খ্যাতি ছিলো। ১৯৬৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়ার ডাঃ সৈয়দা নূরজাহান ভুঁইয়া তিনি লন্ডন থেকে এমআরসিওজি এবং এফআরসিওজি ডিগ্রি লাভ করেন। ১৯৬৮ সালে ঢাকা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় পেশাজীবন। ৭২ সালে সহযোগী অধ্যাপক, ৭৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে যোগ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। ৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন ডা. নূরজাহান ভূঁইয়া। এরপর হয়েছেন চমেক অধ্যক্ষ। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এস. এম. হুমায়ুন কবির উদ্বোধন করেন সেমিনার হলটি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চমেকহা গাইনী বিভাগের- বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ শাহানারা চৌধুরী, সেবা তত্ত্বাবধায়ক ইনসাফি হান্নাহ সহ হাসপাতালের চিকিৎসক ও নার্সবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here