বিএসএমএমইউ-তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আন্দোলন কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পদোন্নতি বঞ্চিত মেডিকেল অফিসার ও গবেষণা সহযোগীরা পদোন্নতির দাবিতে উপাচার্য বরাবর তৃতীয়বারের মত স্মারকলিপি দিয়েছেন।বিএসএমএমইউ-এর প্রায় দুই শতাধিক পোস্ট গ্রাজুয়েট কর্মকর্তা বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কর্মসূচি পালন করেন। এর আগে ডিসেম্বর ২০১৯ -এ প্রথম দফায় আন্দোলন করেন তারা। দেড় যুগের বেশি সময় ধরে পদোন্নতি বন্ধ থাকায় সেদিন প্রথম স্মারকলিপি দেন এই চিকিৎসকরা। এরপর জানুয়ারি ২০২০ দ্বিতীয়বার স্মারকলিপি দিয়ে দাবি দাওয়া পেশ করেন এই কর্মকর্তারা। বিএসএমএমইউ-এর প্রায় ৫৪টি বিভাগের চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কার্যালয়ে অবস্থান নিয়ে বৃহস্পতিবার পূনরায় স্মারকলিপি প্রদান করেন। এ সময় তাদের পদোন্নতির ব্যাপারে উপাচার্যসহ সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান।
আন্দোলনকারীরা জানান, বিএসএমএমইউ একটি বিশ্ববিদ্যালয় হলেও স্থায়ীভাবে নিয়োগকৃত চিকিৎসকদের পদোন্নতির সুনির্দিষ্ট নীতিমালা নেই। তারা জানান, প্রায় দুই শতাধিক চিকিৎসক পদোন্নতিবঞ্চিত অবস্থায় আছে।আন্দোলনকারীরা জানান,পদোন্নতিবঞ্চিত অনেকের অবসরের সময় খুব ঘনিয়ে আসছে। এবং প্রায় ১২ বছর যাবৎ অনেকে পদোন্নতি না পেয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন এই চিকিৎসকরা। যদিও তাদের অনেকেরই এফসিপিএস ও এমডি সম্পন্ন করা আছে। তারা অভিযোগ করেন, সরকারি চাকরিতে কর্মরত চিকিৎসকগণ উচ্চতর ডিগ্রি সম্পন্ন করলে দ্রুত কনসালটেন্ট পদে পদোন্নতি পায় এবং পর্যায়ক্রমে তারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পায়। কিন্ত বিএসএমএমইউতে কর্মরত প্রায় দুই শতাধিক পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক সঠিকভাবে দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত হচ্ছেন।
আন্দোলনকারী চিকিৎসকরা জানান, চিকিৎসকদের পদোন্নতির বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সকল পর্যায়ের নীতি নির্ধারণী ব্যক্তিদের কাছে উপস্থাপন করা হয়েছে। যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বারদের সর্বসম্মতিক্রমে একটি সিন্ডিকেট কমিটি গঠন করা হয়।পরবর্তী সিন্ডিকেট মিটিং এর আগে এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত প্রদান করার ব্যাপারে নির্দেশনা দেয়া হলেও ছয় মাসের অধিক পার হয়ে গেলেও সুনির্দিষ্ট কোনো প্রতিবেদন প্রদান না করা হয়নি বলে জানান তারা। আর এ কারনেই বিষয়টি সমাধানে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান আন্দোলনকারী চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here