অনুমোদনহীন ক্লিনিকের বিরুদ্ধে কাল থেকে অভিযান

স্টাফ রিপোর্টার
অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আগামীকাল (২৯ আগস্ট) থেকে ১ সপ্তাহের অভিযানে নামবে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির। তিনি বলেন, প্রথম দফায় অভিযান পরিচালনা শেষেও এখনও অসংখ্য অবৈধ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়ে গেছে। আগামীকাল থেকে আবারও কঠোর অভিযান পরিচালনা করব। যেভাবে তিন মাস আগে অভিযান পরিচালনা করেছি, এখনও সেভাবেই হবে। ২৯ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযান আগামী এক সপ্তাহ চলবে।

এ বিষয়ে ২৪ আগস্ট রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সারাদেশের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের বৈঠক হয়েছে বলে জানান ডা. আহমেদুল কবির।

এর আগে গত ২৬ মে একই ধরনের অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। গত দুই মাসে সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৬৪১টি অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাডব্যাংক বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা যায়, গত ২৬ মে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান শুরুর পর থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন লাইসেন্সের জন্য ২ হাজার ৩৩৯ আবেদন জমা পড়ে। লাইসেন্স নবায়ন করার জন্য ৪ হাজার ৫৯৮ আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এই সময়ে নতুন লাইসেন্স নবায়ন করা হয়েছে ১ হাজার ১০৩টি ও রিনিউ করা হয়েছে ২ হাজার ১৮১টি। যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন আছে অথচ প্রতিষ্ঠান পরিচালনার সব শর্ত মানছে না, পরিস্থিতির উন্নতি করার জন্য তাদের ৩ মাস সময় দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ৩ মাস হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়ম মেনে লাইসেন্স রিনিউ বা নতুন লাইনসেন্স নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই নতুন এ অভিযান চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here