করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীগনকে স্বাস্থ্যবীমা দেয়ার কথা ভাবছে সরকার

স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যকর্মীগনের প্রনোদনা নিয়ে নানা জল্পনাকল্পনার মধ্যে সারা দেশে রিপোর্টের সত্যতা যাচাই নিয়ে বিভ্রান্তি, বেশি পরিমান আবেদন পড়ায় এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আক্রান্তদের প্রনোদনা প্রদানের বিষয় অর্থ বিভাগ থেকে স্থগিত করা হলেও কভিড-১৯ এ আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বাস্থ্যকর্মীগনকে বীমা প্রদান করতে চাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব সফটওয়ারের মাধ্যমে এ রিপোর্ট সংগ্রহ চলমান করা হচ্ছে । এ প্রক্রিয়ায় হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের এইচআরআইএস আইডি থেকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পোর্টালে প্রদত্ত লিংক (http://app.dghs.gov.bd/etc/covid19)-এ সাইন ইন করে করে আক্রান্ত স্বাস্থ্যকর্মী বা মৃত স্বাস্থ্যকর্মীগনের নাম দ্রুত তালিকাভুক্তকরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করতে বলা হয়েছে।উল্লেখ্য যে, অর্থ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত স্বাস্থ্যকর্মীদের প্রনোদনা বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ডের অধীনে দেয়ার কথা বলা হলেও এখনো পর্যন্ত শুধুমাত্র সরকারী হাসপাতালে স্বাস্থ্য সেবাদানকালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ডাক্রার,নার্স এবং স্বাস্থ্য সহযোগী অন্যান্য পেশাদার কর্মিগনের জন্য প্রনোদনা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here