করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

PM

অক্টোবর-নভেম্বর থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।

বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত সীমিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আগামী অক্টোবর-নভেম্বরে করোনার সেকেন্ড ওয়েভ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, ‘বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাস্ক ছাড়া নামাজ পড়তে দেখা যায়। তাই প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, মাস্ক পরার জন্য সচেতনতা বাড়াতে হবে। জোহর ও মাগরিব এই দুই ওয়াক্তের সময় যেন সব মুসল্লি মাস্ক পরে নামাজে আসেন তা নিশ্চিত করতে হবে।
অন্যান্য সময়ও মসজিদে নামাজ পড়ার সময় মাস্ক পরায় উৎসাহিত করতে হবে।
গত ৮ মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত হবার খবর পাওয়া যায় এবং ১৮ মার্চ প্রথম কেউ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। বিশেষজ্ঞগণ আসন্ন শীত মৌসুমে বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here