করোনা সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিন একেবারে বন্ধ না করার অনুরোধ ওবায়দুল কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( ফাইল ফটো)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী ও এ ভাইরাসের সংক্রমণে মৃত্যু সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে দুই দিন প্রচারের বিষয়টি বাস্তবতার নিরিখে বিবেচনায় নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।তিনি বলেন, করোনা সংক্রমণ, মৃত্যুসহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগের আপডেট বন্ধ হলে এ ভাইরাসের সংক্রমণ রোধে জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা দিতে পারে। পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশংকা ও থেকে যাবে।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই আইইডিসিআর থেকে নিয়মিত ব্রিফিং শুরু হলেও তা পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিচালিত হয়ে আসছিল। ব্রিফিংয়ে দেশের দৈনন্দিন করোনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা সহ স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ প্রচার করা হত। ব্রিফিংয়ে আন্তর্জাতিক করোনা পরিস্থিতির বিস্তারিত পরিসংখ্যান এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নানা নির্দেশনা সমন্ধে আলোকপাত করা হত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here