করোনা’র দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে মিতব্যয়ী হউনঃ প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী( ফাইল ফটো)

করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১১ অক্টোবর) সকালে, সেনাবাহিনীর দশটি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

সেনাবাহিনীর ১০টি ইউনিট ও প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবিধানকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যয় জানান সরকার প্রধান। তিনি বলেন, কারো সাথে শত্রুতা নয়; বরং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চায় বাংলাদেশ।

প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা মহামারি মোকাবিলায় ভূমিকার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থেকে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

করোনা এবং তার পরবর্তী আঘাত সামলে উঠতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, সঠিক সময়ে পদক্ষেপ নেয়ায় মহামারি ও বন্যা সত্ত্বেও দেশে খাদ্য সংকট হয়নি।

চলমান করোনা মহামারির কারণে অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হতে না পারার আক্ষেপ ছিলো প্রধানমন্ত্রীর কণ্ঠে। সেনাবাহিনীকে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করে কাজ করার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here