করোনায় আরো ২২৮ জনের মৃত্যু

মহামারী করোনায় দেশে দৈনিক মৃত্যু আবারও ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্তের সংখ্যা আবারও ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৪ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ১৯৫ জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ৬ হাজার ৭৮০ জন। রোগী শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৭৪ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here