কোম্পানির ঔষধ না লেখায় চিকিৎসক কে মারপিট

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসানকে কর্তব্যরত অবস্থায় গালাগাল, হুমকি ও মারধর করেছেন আতাউল করিম নামে এক রিপ্রেজেন্টেটিভ। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর আতাউল করিম (২৮) ওরফে মাহ্ফুজ মোড়লকে আটক করেছে পুলিশ।

রোগীদের ব্যবস্থাপত্রে নিজ কোম্পানির ওষুধ না লেখায় আতাউল করিম চিকিৎসক মেহেদী হাসান কে গালাগাল ও মারধর করেন । মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা ১২টায় নেত্রকোনা জেলার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এ সময় ডাক্তারকে দেখে নিবে বলে হুমকিও দেন তিনি। ওই কক্ষে হৈ চৈ চলায় পার্শ্বে থাকা ডা. শ্রীকান্ত কর্মকার ও ডা. ওয়াদুদ সরকার আহত ওই ডাক্তারকে উদ্ধার করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মামুনুর রহমান বলেন, ঘটনা শোনার পর তাৎক্ষনিক অন্যান্য সহকর্মীদের নিয়ে আলোচনা শেষে ডাক্তার মেহদীকে তার নিরাপত্তার জন্য আতাউল করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেই। অভিযোগের ভিত্তিতে মাহফুজকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া মাহফুজ মোড়ল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা নাই। আমি ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য তার কক্ষে গিয়েছি। উনার নানা অপকর্ম ঢাকতেই আমার ওপর দোষ দিয়েছেন।

ঘটনায় পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীদের সেবা প্রদান কিছুক্ষণ বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ রিলায়েন্স ওষুধ কোম্পানির প্রতিনিধি মাহফুজ মোড়লকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানজিরুল ইসলাম রায়হান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিলায়েন্স নামক কোম্পানির নাম আমরা শুনিনি। ওই কোম্পানির রিপ্রেজেনটেটিভ মাহফুজ তার একটা ছোট খাটো ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে। তিনি হাসপাতালে এসে জোর জবরদস্তি চালায়। এমনিতেই করোনা সংকটে আছি। চিকিৎসক সংকট। তার ওপর এমন আচরণ আমাদের নিরাপত্তা বিঘ্নিত করেছে। তার কোম্পানির ওষুধ না লিখায় হাসপাতালে এসে চিকিৎসককে মারধর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here