চট্টগ্রাম মেডিকেলে শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ করলেন প্রশিক্ষণার্থী নার্সদের একটি টিম

স্টাফ রিপোর্টারঃ
দেশে এখন পুরোদমে শীতের মৌসুম চলছে। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। এমন পরিস্থিতিতে ভিন্নধর্মী এক আয়োজন করলো ওরিয়েন্টেশন ট্রেনিংয়ে অংশগ্রহণকারী একদল মানবিক নার্স।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে কর্মরত চট্টগ্রাম বিভাগের একদল সিনিয়র স্টাফ নার্স চট্টগ্রাম নার্সিং কলেজে ১৪ দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করছেন।
উক্ত প্রশিক্ষণে আগামীকাল তাদের শেষ দিবস।

প্রশিক্ষণের শেষ পর্যায়ে এসে উনারা মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করার প্রয়াসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণের অনুমতি প্রার্থনা করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্যান্সার ওয়ার্ডে ৩৫ টি, নেফ্রলজি ওয়ার্ডে ১১ টি, এবং হেমাটোলজি ডিপার্টমেন্টে ০৮টি মোট ৫৪ টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আফতাবুল ইসলাম, সেবা তত্বাবধায়ক জনাব ইনসাফে হান্না, নার্সিং কলেজের প্রিন্সিপাল জনাব ছবি বড়ুয়া, বিভিন্ন ওয়ার্ডের বিভাগীয় প্রধান সমূহ, নার্সিং ইনস্ট্রাক্টর, জনাব বিশ্বজিৎ বড়ুয়া এবং নার্সিং ইনস্ট্রাক্টর মোসাম্মৎ সামছুন নাহার প্রমূখ।

প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা ৫ ই জানুয়ারী হতে ওরিয়েন্টেশন ট্রেনিং অংশগ্রহণ করে আসছেন। আগামী ১৮ ই জানুয়ারী ১৪ দিনের প্রশিক্ষণের সমাপ্তি হবে। উক্ত প্রশিক্ষণে ২ জন রিসোর্স পার্সন ও একজন কো-অর্ডিনেটরের সমন্বয়ে ৩০ জন সিনিয়র স্টাফ নার্স অংশগ্রহণ করছেন।চমেকহা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়া, কক্সবাজার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটিয়া চট্টগ্রামের নার্সিং কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণ এবং শীতবস্ত্র বিতরনে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here