চট্টগ্রামে করোনার উর্ধ্বগতি অব্যাহত, আরও ২০০ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে করোনার উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০০ জন। ১ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা ভাইরাসের অস্তত্ব ধরা পড়ে। তবে এদিন মৃত্যুবরণ করেনি কেউ।

এর আগেরদিন ২১২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শনিবার (২০ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২০০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ১৬৯ জন এবং উপজেলায় ৩১ জন।

উদ্বেগের বিষয় হলো এই যে, চট্টগ্রামে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা তেমন পরিলক্ষিত হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান ব্যাতীত বাকি সব কিছু স্বাভাবিকভাবে চালু আছে। গত বছর এই দিনে যে থমথমে পরিস্থিতি বিরাজমান ছিল, লোকজন সতর্ক ছিল, জায়গায় জায়গায় লকডাউন ছিল ২০২১ সালে এসে সেসবের কোন তোয়াক্কা করছেনা কেউ। সচেতন নাগরিকরা মনে করেন, প্রশাসনের আরো কঠোর হওয়া উচিৎ। স্বাস্থ্যবিধি জোরদার করা উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here