চিকিৎসার জন্য ভারত গেলেন ডেপুটি স্পিকার ।

দীর্ঘদিন ভোগার পর চিকিৎসার জন্য আজ বুধবার (১৮ আগস্ট) বেনাপোল সীমান্ত দিয়ে ভারত গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

ফজলে রাব্বী মিয়া ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বেনাপোল এবং সেখান থেকে সড়ক পথে কলকাতা রওনা হন। তারপর অভ্যান্তরিন বিমানযোগে মুম্বাইয়ে যাবেন তিনি। মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে ফজলে রাব্বীর।

গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর পিঠের ব্যথায় আক্রান্ত হন তিনি।

তিনি মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে তার দুই মেয়ে ও এক জামাতা রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here