জাতীয় বাজেট ২০২১-২২ : স্বাস্থ্য খাতে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।

ডেস্ক রিপোর্টঃ ২০২১-২২ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত ২০২০-২১ অর্থবছরে এই খাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।

অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনে, আজ বৃহস্পতিবার এ প্রস্তাবিত বাজেটটি ঘোষণা করেন।

বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, “কোভিড-১৯ এর দীর্ঘতর প্রভাব এবং বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে। কোভিড-১৯ এর প্রভাবে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে সৃষ্ট ক্ষতি হতে পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে এবং বিশেষভাবে স্বাস্থ্য খাতে উদ্ভূত প্রয়োজন মেটানোর এবং ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২১- ২২ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের লক্ষ্যমাত্রা পূরণের ব্যবস্থা প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে।”

বাজেট অধিবেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উক্ত অধিবেশনে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন সহ অন্যান্য সংসদ সদস্য বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here