জাতীয় শোক দিবস উপলক্ষে শ্যামলী টিবি হাসপাতালে আলোচনা সভা আয়োজিত

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলীর অডিটরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ. ম. রুহুক হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, শ্যামলী, ঢাকা এর উপ-পরিচালক ডাঃ মোঃ আবু রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালটির আবাসিক সার্জন, ডাঃ মোঃ আহসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ আ. ফ. ম. রুহুক হক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি বঙ্গবন্ধু হত্যায় দন্ডাদেশ প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে দন্ডাদেশ কার্যকর করা দাবি জানান এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে নেপথ্যের কুশিলবদের চিহ্নিত করার দাবী জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ এম এ আজিজ জাতির পিতার আদর্শ ধারণ করে স্বাস্থ্যকর্মীদের রোগী বান্ধব হওয়ার পরামর্শ দেন এবং জাতির পিতার স্বপ্নের চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে টিবি হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু রায়হান বলেন, ১৫ আগস্ট এবং ২১ আগস্ট একই সূত্রে গাথা। তিনি খুনি চক্রের বিচারের রায় দ্রুততার সাথে কার্যকর করার জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here