ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন দেশের ১০ কোটি মানুষ: স্বাস্থ্য সচিব

স্টাফ রিপোর্টার

দেশের ১০ কোটি মানুষকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। আজ শনিবার ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উক্ত অনুষ্ঠানে তিনি জানান “কোভিড-১৯ ভ্যাকসিনের প্রায় ২০ কোটি ডোজ এ বছরের মধ্যে দেশে পৌঁছে যাবে এবং আমরা ১০ কোটি মানুষকে টিকা দিতে পারবো। এর মাধ্যমে ১০ কোটি মানুষ নতুন করে ভ্যাক্সিনেশনের আওতায় চলে আসবে।”

তিনি আরও জানান, বর্তমানে দেশে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রায় দেড় কোটি ডোজ মজুদ রয়েছে, যার মধ্যে ৫৪ লাখ ডোজ আজ সকালে এসেছে।
কোভিড মোকাবিলায় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
তিনি এই সময় স্বাস্থ্য মমন্ত্রনালয়ের অধীনে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস কাজ করে যাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে সরকার সারা দেশে প্রায় ৬ হাজার কেন্দ্র স্থাপন করে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করলেও সেটি পরবর্তীতে আর চালু রাখতে পারেনি।

গত ৭ থেকে ১২ আগস্ট এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যার অধীনে প্রায় ৩৪ লাখ মানুষ তাদের প্রথম ডোজ পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here