ঢাকা মেডিকেলে’র ২৪ দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ কম টাকায় মানসম্পন্ন চিকিৎসা পাওয়ায় দেশ জুড়ে খ্যাতি আছে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের। নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত রোগীদের শেষ ভরসাস্থল এই মেডিকেল কলেজ হাসপাতালটি ।

কিন্তু প্রায় প্রতিদিনই দালালের খপ্পরে পরতে হয় গ্রাম গঞ্জ থেকে আসা বিভিন্ন রোগীদের। অভিযোগ আছে এই দালালরা রোগীদের নানান রকম হয়রানির পাশাপাশি রোগীদের ভুল বুঝিয়ে নিম্নমানের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা মেডিকেলে অভিযান চালিয়ে ২৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেয় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

সাংবাদিকদের পলাশ কুমার বসু জানান, দালাল মুক্ত সেবা নিশ্চিত করতে রাজধানীর অন্য হাসপাতালেও এমন অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here