দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত: স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টারঃ দেশে শনাক্ত হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। আজ শনিবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং বর্তমানে যশোরে অবস্থান করছেন।

বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। গেলো মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে, ভারতে সব রেকর্ড ভেঙে দিচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৯৪ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে ৪ লাখ ১ হাজার ৩২৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here