নানা আয়োজনে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের জাতীয় শোক দিবস পালন।

ময়মনসিংহ ডেস্ক: ১৫ আগষ্টের প্রথম প্রহর থেকে পুরো দেশেই শোকের আবহ তৈরি হয়। “যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটির প্রতিটি শব্দ যেন কোটি বাংালির হৃদয় ছুয়ে চোখের জল হয়ে ঝরে পড়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্য বৃন্দের উপর ঘৃণিত হত্যাকান্ড চালায় কিছু সংখ্যক বিপথগামী কাপুরুষ।
সারা দেশের ন্যায় ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন দিনভর নানা কর্মসূচিতে যথাযথ মর্যাদায় পালন করে দিবসটি। কর্মসূচী সমূহের মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৃথক পৃথক কর্মসূচিতে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে হাসপাতালের পরিচালক, উপ পরিচালক, সহকারী পরিচালক, নার্সিং সুপারিনটেনডেন্ট, এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ এর পক্ষে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য বিভাগ, ময়মনসিংহ এর পক্ষে পরিচালক, জেলা পাবলিক হেলথ নার্স ও অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ নার্সিং কলেজ এর পক্ষে অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)ময়মনসিংহ শাখা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ শাখা, স্বাধীনতা নার্সেস পরিষদ, মমেকহা শাখা, এবং সকল স্তরের কর্মচারীবৃন্দ পৃথক পৃথক র্যালি তে অংশগ্রহণ শেষে বিশেষ দোয়া মাহফিলে জাতির পিতা ও ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here