নার্সকে মারধরের ঘটনায় আটক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে শোকজ

ডেস্ক রিপোর্টঃ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোকেনা বেগমকে (৪৩) মারধরের অভিযোগে আটককৃত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ তৌকির হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে সংগঠনের নাম ব্যবহার করে ব্যাপক স্বেচ্ছাচারিতা, অনিয়ম, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বিরোধী অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আগামী ৪ সপ্তাহের মধ্যে সুস্পষ্ট ব্যাখা লিখিত আকারে সংগঠনের জেলা কার্যালয়ে প্রেরণ করতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ

উল্লেখ্য, রংপুর নগরীর ধাপ হাজীপাড়া এলাকার বাসিন্দা রমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোকেনা বেগমের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী মেহেদী হাসান শাফির বিরোধ চলে আসছিল। বাড়ি নির্মাণে তিন ফুট জায়গা ছেড়ে দেয়ার কথা থাকলেও মেহেদী প্রভাব খাটিয়ে কোনো জায়গা না ছেড়ে মোকেনার বাড়ি ঘেঁষে ভবন নির্মাণ করেন।

স্ত্রীকে মারধরের অভিযোগে সোমবার (২৪ মে) রাতে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন আহত নার্সের স্বামী শফিউল ইসলাম। মামলার পর রাতেই তাকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি নির্মিত ভবনের দেয়ালে রঙ করার জন্য প্রতিবেশী মোকেনার বাড়িতে ঢুকতে চাইলে এতে আপত্তি জানান তিনি। ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মেহেদী হাসান শাফি তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে ইটের আঘাতে মোকেনা বেগমের মুখ থেঁতলে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মোকেনার স্বামী শফিউল বলেন, পূর্বপরিকল্পিতভাবে শাফি ও তার সহযোগীরা সোমবার বিকেল ৫টার দিকে মোকেনার পথরোধ করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আসামি মেহেদী হাসান শাফিকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here