পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর দেশে পাঠাচ্ছেন প্রবাসী চিকিৎসক

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনা মহামারী মোকাবিলায় ২৫০টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর বাংলাদেশে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী চিকিৎসক।

আজ (২৪ জুলাই) রাতে এই ভেন্টিলেটরগুলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।

২৫০টি ভেন্টিলেটর আজ রাতে দেশে আসছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তিন বাংলাদেশি চিকিৎসক ও জাতিসংঘের সাবেক এক কর্মকর্তা এই ভেন্টিলেটরগুলো পাঠানোর নেপথ্যে ভূমিকা রেখেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ভেন্টিলেটরগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. চৌধুরী হাফিজ আহসান, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মাসুদুল হাসান, নেফ্রলজিস্ট প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক ও সাবেক সিনিয়র ইউএন অফিসিয়াল মাহমুদ উস শামস চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৪০০ ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন। এর মধ্যে ২৫০টি ভেন্টিলেটর কয়েকদিন আগে যুক্তরাষ্ট থেকে দিল্লিতে এসে পৌঁছায়। সেগুলোই আজ ঢাকায় আসবে। এর আগে তারা ১৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছেন বারডেম হাসপাতালে।

ডা. আবদুল্লাহ বলেন, ‘মেড ইন আমেরিকার এই ভেন্টিলেটরগুলোর প্রত্যেকটির দাম প্রায় ১৫ হাজার ডলার। বাংলাদেশি চিকিৎসকরা এগুলো বিনামূল্যে পাঠানোর ব্যবস্থা করেছেন। বাংলাদেশের পরিবহন বাবদ খরচ হবে মাত্র ১০০ ডলার। তবে বাংলাদেশি ডাক্তারদের ধন্যবাদ, আমরা এটি বিনামূল্যে পাচ্ছি।’

এই ভেন্টিলেটরগুলো গ্রাম অঞ্চলে কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে এগুলো বেশ সহায়ক হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here