বন্ধ হলো আরো ৭ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

DGHS

স্টাফ রিপোর্টারঃ
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার চলমান অভিযানে সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দুই দিনে ১৫টি অনিবন্ধিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হলো।

সোমবার (৩০ আগস্ট) ঢাকায় এ অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা. মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিষ্ঠানগুলো হলো- রায়ের বাজারের বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল, কামরাঙ্গিরচরের আলো ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার, ইনান ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, খিলগাওয়ের সিমান্তিক ক্লিনিক ও মুক্তি নার্সিং হোম।

ডা. মো. বিল্লাল হোসেন জানান, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক চলতে দেওয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে। সারাদেশেই আমাদের অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here