বিএমএস এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গত বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ইং তারিখে ব্র্যাক লার্নিং সেন্টার, ঢাকায় ৭০ জন সাধারণ সদস্যের সরাসরি উপস্থিতিতে বিএমএস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

“মিডওয়াইফ” বাংলাদেশে একটি নতুন পেশা। বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি (বিএমএস) মিডওয়াইফদের বাংলাদেশে একমাত্র পেশাদারি সংগঠন। বিএমএস এর মূল লক্ষ্য মিডওয়াইফারী পেশার সার্বিক উন্নয়ন, মিডওয়াইফদের কর্মদক্ষতা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

বিএমএস বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইফ এর সক্রিয় সদস্য। বিএমএস এর কার্যনির্বাহি পর্ষদের সদস্য ১৫ জন রেজিস্টার্ড মিডওয়াইফ। বর্তমানে বিএমএস এর সাধারণ সদস্য সংখ্যা ৪,৮১৭। প্রতি তিন বছর অন্তর অন্তর বিএমএস এর গঠনতন্ত্র অনুসারে অনলাইন ভোটিং সিসটেম ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বচ্চতার সাথে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএমএস তরুণ নারী নেতৃত্ব দ্বারা পরিচালিত মা ও নবজাতক শিশু স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিততের স্বার্থে কাজ করে যাচ্ছে ।

সভায় সভাপতিত্ব করেন বিএমএস এর সভাপতি আসমা খাতুন এবং প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো: নাসির উদ্দিন (উপ-সচিব), পরিচালক (প্রশাসন, বাজেট এবং অর্থ) এবং প্রকল্প ব্যবস্থাপক এনএনইএস, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএস এর সাবেক প্রধান নির্বাচন কমিশনার মেজর (অব.) ডালিয়া হুসাইন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সহকারী পরিচালক (মিডওয়াইফারি) মিরা রানী দাস, ইউএনএফপিএ কনসালটেন্ট ফরিদা বেগম, এবং বিএমএস এর সাবেক সভাপতি মমতাজ বেগম প্রমুখ।

সভায় বক্তারা তাদের আলোচনায় মিডওয়াইফারি পেশার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মিডওয়াইফ হচ্ছে দক্ষ, প্রশিক্ষিত, আন্তর্জাতিক মানসম্পন্ন মা ও নবজাতক, শিশু স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পেশা।

একজন মা গর্ভধারণপূববর্তী পরিকল্পনা থেকে শুরু করে, গর্ভধারন, ও গর্ভপরবর্তী ৬ সপ্তাহ পর্যন্ত মিডওয়াইফের সার্বিক তত্ত্বাবদানে স্বাস্থ্যসেবা গ্রহন করতে পারেন।

এছাড়াও মিডওয়াইফগণ পরিবার পরিকল্পনা, কাউন্সিলিং, লিংঙ্গত্তিক সহিংসতা সহ সকল প্রকার প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন উন্ননয় সহযোগী সংস্থার সাথে কাজ করে যাচ্ছেন। দেশের উল্লেখযোগ্য সংখ্যক সরকারি ও বেসরকারি হসপিটালগুলোতে মিডওয়াইফগণ কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here