বিএসএমএমইউ তে বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর নির্দেশনা দিলেন ভিসি

স্টাফ রিপোর্টারঃ অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও ফ্যান নিজ হাতে বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ এর চিকিৎসাসেবা ব্যবস্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখার সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও সেবাগ্রহীতা রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক নাম স্পষ্ট অক্ষরে লেখার নির্দেশনা দেন। পাশাপাশি রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর, পূর্ণাঙ্গ নাম, পদবী ও বিভাগের নাম সংবলিত সিল দেওয়ার নির্দেশনা দেন ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, অঙ্কোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, জেনারেল সার্জারি (সার্জিক্যাল অনকোলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বেলাল হোসেন সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here