মীরসরাইয়ে চালু হলো ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

চট্টগ্রাম ব্যুরো
গত ১১ এপ্রিলে উদ্ভোধন হলো মীরসরাই ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। চট্টগ্রামের মীরসরাইয়ে এটিই প্রথম ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র। মীরসরাই থানার পশ্চিম পার্শ্বে মহিউদ্দীন ভবনের নীচ তলায় অবস্থিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।

এই ফিজিওথেরাপি সেন্টারের সেবা সমূহ হলোঃ-
➡ বাত-ব্যাথা, প্যারালাইসিস
➡ ব্রেইন স্ট্রোক
➡ ঘাড়, পিঠ, কোমর, হাঁটু ও পায়ের ব্যাথা
➡ মুখ বেঁকে যাওয়া ( বেলস পালসি)
➡ মাংস পেশীর যে কোনো ব্যাথা
➡ আঘাত জনিত ব্যাথা (স্পোর্টস ইঞ্জুরী)
➡ হাঁড় ক্ষয় জনিত ব্যাথার চিকিৎসা
➡ অপারেশন বিহীন মেরুদন্ডের ডিস্ক প্রলাপস এর চিকিৎসা
➡ হাত-পা ঝিম ঝিম ব্যাথা সহ অবস অবস ভাবের চিকিৎসা
➡ সায়টিকা ও স্পাইনাল ইঞ্জুরি
➡ অটিজম ও সেরিব্রাল পালসি
➡ হাড় ভাঙ্গা রোগীর পরবর্তী জটিলতার চিকিৎসা প্রদান করা।

ফিজিও সাইদুল ইসলাম ফিজিওথেরাপির আদ্যোপান্ত জানাতে গিয়ে বলেন, ফিজিওথেরাপি হচ্ছে স্থানীয় বা লোকাল চিকিৎসা অর্থাৎ শরীরের যে অংশ ব্যথায় আক্রান্ত সাধারণত সেই অংশেই ফিজিওথেরাপি প্রয়োগ করা হয়। শুধু ব্যথা নিরাময় ফিজিওথেরাপির উদ্দেশ্য নয়, ব্যথার কারণ নির্ণয় করে তা নির্মূল করাই এর লক্ষ্য। ধরুন, পিএলআইডি বা কোমরের কশেরুকার চাকতি সরে গিয়ে তা স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে কোমর ও পায়ে ব্যথা সৃষ্টি করল, এ ক্ষেত্রে ব্যথার ওষুধের কাজ কি? ব্যথানাশক কেবল সাময়িকভাবে ব্যথা কমাতে পারবে কিন্তু স্নায়ুর ওপর যে চাপ সৃষ্টি হল তা সরানোর ক্ষমতা ব্যথার ওষুধের নেই। পক্ষান্তরে ইলেক্ট্রোথেরাপির মাধ্যমে সাময়িক ব্যথা নিয়ন্ত্রণ এবং ম্যানিপুলেটিভ থেরাপির মাধ্যমে স্নায়ুর চাপ সরানো সম্ভব। অর্থাৎ ফিজিওথেরাপি ব্যথা ও ব্যথার কারণ দুটোর উপরেই কাজ করে।

ফিজিওথেরাপি একটি দ্রুত ও কার্যকরি চিকিৎসা ব্যবস্থা এবং যেহেতু এটি কিডনি ও পাকস্থলির ওপর কোনো প্রভাব ফেলে না, তাই এটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না।

তিনি আরো বলেন, ব্যাথা ছাড়াও স্ট্রোক পারালাইসিস, বেলস পালসি ইত্যাদিতেও ফিজিওথেরাপি বেশ কার্যকর। মুখ বেঁকে যাওয়া বা বেলস পালসিতে রোগীরা প্রদাহ ও ভাইরাসবিরোধী ওষুধের সঙ্গে সঙ্গে দ্রুত ফিজিওথেরাপি নেয়া শুরু করলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর স্ট্রোক প্যারালাইসিস রোগীরা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিলে স্ট্রোক নিরাময় হয়ে আবার কর্মক্ষমতা ও সচলতা ফিরে পেতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here