মেয়ের নাম স্পৃহা রেখে আইসিইউ থেকে চিরবিদায় নার্স লাবণীর

বিভূতিভূষণ অপু, ঢাকা

বিয়ের দীর্ঘ নয় বছর পর মেয়ের মা বাবা হয়েছিলেন লাবণী রায় এবং সঞ্জয় কর দম্পতি । তবে মেয়ের জন্মের আগে থেকেই মা লাবণীর করোনা জটিলতা দেখা দেয়। মেয়ের জন্ম দিয়ে এই মাকে যেতে হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে স্বামী সঞ্জয় করকে জানিয়েছিলেন, তিনি মেয়ের নাম ‘স্পৃহা’ রাখতে চান। আইসিইউ থেকে এই মা আর ফিরতে পারেননি। নার্স লাবণী চলে গেলেন মেয়ে স্পৃহাকে রেখে না ফেরার দেশে।

রাজধানীর ইমপালস হাসপাতালে ২ আগস্ট মারা যান লাবণী রায়। গত ২৮ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে স্পৃহার জন্ম হয় এবং মেয়ের জন্মের পর দুই থেকে তিন দিন তেমন কোনো জটিলতা ছিল না তাঁর। তবে করোনা পজিটিভ হওয়ায় মেয়েকে কোলে বা কাছে নিতে পারেননি এই মা।বড় মগবাজারে স্পৃহা এখন আছে সঞ্জয় করের বড় বোন সুমনা করের কাছে। মেয়ে কার কাছে থাকবে, সে সিদ্ধান্তও লাবণী আইসিইউতে থাকা অবস্থায় বলে যান। সঞ্জয় করের বোন সুমনা কর জানালেন, তাঁর ভাই সঞ্জয়ের করোনা পজিটিভ। তাই ভাইও তাঁর আদরের মেয়েকে এখন পর্যন্ত কোলে নিতে পারেননি। সঞ্জয় কর একা থাকছেন তাঁর ফ্ল্যাটে। আর সুমনার বাসায় স্পৃহা থাকছে। বললেন, ‘এই মেয়ে আমাদের আদরের ধন। ওকে হয়তো ওর মায়ের আদর দিতে পারব না, তবে সর্বোচ্চ চেষ্টা করব লাবণীর শেষ চিহ্নকে ভালো রাখতে।’

সুমনা আরও জানালেন, গত ২১ জুলাই থেকে লাবণীকে নিয়ে তাঁদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা। দীর্ঘ নয় বছর পর লাবণী মা হতে যাচ্ছেন অন্যদিকে করোনাকাল, তাই তাঁর প্রতি যত্নটাও বেশি নিতে হয়েছে। সঞ্জয় ব্যাংকে চাকরি করেন, তাই বেশ কয়েক মাস আগে থেকেই আলাদা ঘরে থাকতেন। তবে শেষ পর্যন্ত এসব সচেতনতাও রক্ষা করতে পারেনি লাবণীকে। ২১ জুলাই প্রথম লাবণীর জ্বর আসে। এ ছাড়া করোনার আর কোনো উপসর্গ ছিল না। লাবণীকে পারিবারিক চিকিৎসক নাপা খাওয়ার পরামর্শ দেন। তারপর জ্বর ছেড়ে যায়। আবার জ্বর আসে ২৫ জুলাই। লাবণী একবার শুধু বলেছিলেন, খাবারের স্বাদ ও গন্ধ পাচ্ছেন না। তবে এক দিন পরই জানিয়েছিলেন এসব সমস্যা আর নেই। ২৬ তারিখ করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়। ২৭ তারিখ জানা যায়, সঞ্জয় করের করোনা পজিটিভ, তবে লাবণীর করোনা নেগেটিভ। সঞ্জয় কর করোনার দুটো টিকা নিয়েছেন। তবে লাবণীর বয়স ছিল ৩০ বছর, আর অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে টিকা দেওয়া হয়নি।
২৭ জুলাই আবার জ্বর এলে অন্য আর একটি সংস্থার লোকজন লাবণীর স্যাম্পল বাসা থেকে নিয়ে যান। ডেঙ্গুর পরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসে। কাগজে-কলমে করোনা নেগেটিভ এলেও লাবণীর বিভিন্ন টেস্টের ফাইল নিয়ে মেডিসিন বিশেষজ্ঞসহ কয়েকজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে থাকেন পরিবারের সদস্যরা। পেটের সন্তান যাতে কোনো ঝুঁকিতে না পড়ে, ১২ ঘণ্টার বিরতিতে চিকিৎসক লাবণীকে দুটো ইনজেকশন দেন। এই সব জটিলতার আগে লাবণীর প্রস্রাবে সংক্রমণ দেখা দিলে তখন তাঁকে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল।
২৭ জুলাইয়ের জ্বরের পর লাবণী কাহিল হয়ে পড়েছিলেন। আরেকটি সংস্থা যে রিপোর্ট দেয় তাতে সঞ্জয় ও লাবণীর করোনা পজিটিভ আসে।

সুমনা আক্ষেপ করে বলেন, ‘লাবণীর করোনা পজিটিভ এ রিপোর্টটা যদি প্রথমবারই আসত, তাহলে আরও আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে পারতাম। করোনা নেগেটিভ দেখে হাসপাতালে ভর্তি করতে সাহস পাইনি। ভেবেছিলাম, এ অবস্থায় হাসপাতালে ভর্তি করলে তাকে যদি করোনা ওয়ার্ডে দিয়ে দেয়। করোনা পজিটিভ দেখে মাথায় নতুন চিন্তা ভর করে, হাসপাতালে আইসিইউ বা বাচ্চা যদি আগেই ডেলিভারি করতে হয়, তাহলে বাচ্চার জন্য বিশেষ ব্যবস্থা আছে, এমন হাসপাতালে ভর্তি করতে হবে। করোনার এ পরিস্থিতিতে আইসিইউ পাব তো? সব দিক বিবেচনায় লাবণীকে ২৮ জুলাই রাজধানীর বেসরকারি ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় অন্তঃসত্ত্বা নারীর জন্য যে প্রটোকল, সে অনুযায়ী চিকিৎসা শুরু হয়। সন্ধ্যায় আলট্রাসনোগ্রাম করে দেখা যায় পেটে বাচ্চার হার্টবিট কমে যাচ্ছে। সেদিন রাত পৌনে আটটার দিকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে জন্ম হয় স্পৃহার। অস্ত্রোপচারের পরবর্তী ঝুঁকিপূর্ণ ২০ ঘণ্টাও বেশ ভালোভাবেই পার করেন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, মেয়েকে নিয়ে সুস্থভাবেই বাড়ি ফিরবেন লাবণী। তবে তারপর পাল্টে যায় সবকিছু।
৩০ জুলাই লাবণীর অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তারপর আইসিইউ, লাইফ সাপোর্ট সব দিয়েও বাঁচানো গেল না।’

সুমনা বলেন, ‘লাবণী হয়তো বুঝতে পেরেছিল তার হাতে আর সময় নেই। তাই আইসিইউতে থাকা অবস্থায় সে তার স্বামীর কাছে মেয়ের নামটা বলে গিয়েছিল। স্পৃহা মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এই মেয়েকে পেতেও তো লাবণীকে অনেক সংগ্রাম করতে হয়েছে। অথচ মেয়ের মুখটাও সেই অর্থে সে দেখতে পেল না। অপারেশন থিয়েটারে মেয়েকে যেটুকু দেখা সেটুকুই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here