রচিমহা’য় উদযাপিত হলো নার্সেস সেবা সপ্তাহ-২০২১

রাহাত আজিজ, রংপুর।

আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০১ তম জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সেস সেবা সপ্তাহ পালন করা হয়েছে। ১২ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত সেবা সপ্তাহ উদযাপন করা হয়। বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, রোগী ও রোগীর স্বজনদের স্বাস্থ্যশিক্ষা প্রদান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ নানা কর্মকান্ডের মাধ্যমে সেবা সপ্তাহ পালন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাগণ।

আজ (১৮ মে) সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিন্টেনডেন্ট মোসলেমা খাতুন, আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা পাবলিক হেলথ নার্স মোছাঃ সাজেদা খাতুন, উপ সেবা তত্ত্বাবধায়ক মোছাঃ রওশন আরা বেগম, নার্সিং সুপারভাইজারবৃন্দ সহ অন্যান্য নার্সিং কর্মকর্তাগন।

সমাপনী বক্তব্যে নার্সিং সুপারিন্টেনডেন্ট মোসলেমা খাতুন সেবা সপ্তাহের মত বছরের অন্যান্য দিনগুলোতেও মানসম্মত সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর অনুসারী হিসেবে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহবান জানিয়ে জেলা পাবলিক হেলথ নার্স মোছাঃ সাজেদা খাতুন বলেন, অসহায় আর্তের সেবায় নিজেকে নিয়োজিত রাখার মধ্যে যে আত্মতৃপ্তি তা অন্য কাজে পাওয়া যায় না। তিনি কোভিড-১৯ মহামারিতে নার্সের ভূমিকার কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

পরে সেবা সপ্তাহ উপলক্ষে রোগী ও রোগীর স্বজনদের মাঝে স্বাস্থ্যশিক্ষা বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here