রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নতুন বছরের সাথে নতুন বাংলাদেশের প্রত্যাশা

স্টাফ রিপোর্টারঃ
নতুন বছর উপলক্ষে আজ আলাদা আলাদা বানীতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী অতীতের দুঃখ, বেদনা, সংকট পেছনে রেখে নতুন বছরে বাংলাদেশ অমিত সম্ভাবনার দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।

মহামান্য রাষ্ট্রপতি তার বাণীতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে করোনাভাইরাসের নতুন ধরন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন।

প্রতিবছর নববর্ষকে বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হলেও মহামারীর কারণে বিগত বছরের মতো এবারের উৎসবের আমেজও অনেকটাই ম্লান থাকবে।

রাষ্ট্রপ্রধান বলেন, “একজনের আনন্দ যেন অন্যদের বিষাদের কারণ না হয়, সেদিকে খেয়াল রেখে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনের আহ্বান জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “আসুন, আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখব, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং ধর্মীয় উগ্রবাদসহ যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়ে তুলব। নতুন বছরে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার হোক, সকল সংকট দূরীভূত হোক এবং সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি- এই প্রার্থনা করি।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খ্রিস্টীয় নতুন বছর ২০২২ উপলক্ষে আমি দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশী সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here