শ্যামলী টিবি হাসপাতালে জাঁকজমকপূর্ণ ভাবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু

স্টাফ রিপোর্টার:
সারা দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে আজ। এরই অংশ হিসেবে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে আজ (রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০২১) জাঁকজমকপূর্ণ ভাবে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
রবিবার শ্যামলীর এই হাসপাতালটি হতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেন খাদ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তর এবং দপ্তর সমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ। এদিন সকালে ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা: মো: আবু রায়হান।
৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম সরেজমিনে পরিদর্শণকালে শ্যামলীর টিবি হাসপাতালে অত্যন্ত উতসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ভ্যাকসিন প্রয়োগ কর্মসুচীর আয়োজন দেখতে পাওয়া যায়।
ভ্যাকসিন কর্মসূচীর বিষয়ে এই প্রতিবেদকের সাথে আলাপকাকে টিবি হাসপাতালের পরিচালক ডা: মো: আবু রায়হান জানান এই হাসপাতালটিতে চারটি বুথের মাধ্যমে প্রশিক্ষিত নার্স ও টিকাদানকারীর মাধ্যমে নারী ও পুরুষ ভ্যাকসিন গ্রাহিতাদের পৃথক ভাবে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। ভ্যাকসিন টিমের সাথে রয়েছেন একজন চিকিৎসক। ভ্যাকসিন গ্রহণের পর শারীরিক যেকোনো সমস্যা দেখা দিলে জরুরী চিকিৎসার ব্যাবস্থা রাখা হয়েছে বলে জানান এই পরিচালক।

ডা: মো: আবু রায়হান জানান যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচী সফল করার জন্য ও বাংলাদেশ হতে কোভিড-১৯ এর সংক্রমণ নির্মূল করার জন্য তিনি এবং তার হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী দৃঢ প্রতিজ্ঞ।
হাসপাতালের ভ্যাকসিন কর্মসূচী ঘুরে দেখা যায় যে হাসপাতালের প্রবেশ পথ ও ভ্যাকসিন কর্নারটি ব্যানার, ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। ডাক্তার, নার্স ও সেচ্ছাসেবীরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম অত্যন্ত গোছানো ভাবে করে যাচ্ছে। কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণকারীদের সাথে আলাপকালে তারা এই হাসপাতালের ভ্যাকসিন প্রদান কর্মসূচীর ব্যাপারে সন্তোস প্রকাশ করেন।
গতকাল (৬ ফেব্রুয়ারি) এই হাসপাতালের ভ্যাকসিন প্রদান কার্যক্রম প্রস্তুতি পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here