সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএনএ এর জাতীয় শোক দিবসের কর্মসূচী

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যথাযত মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী, জাতীয় শোক দিবসের কর্মসূচি এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-
দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতকরনের এবং যথাযত শ্রদ্ধা ও সম্মানের মধ্যমে পালিত হয় জাতীয় শোক দিবস-২০২০। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারের ইউনুসুর রাহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কভিড-১৯ মোকাবেলায় সিলেটের দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা মাননীয় সচিব পাট ও বস্ত্র মন্ত্রনালয় জনাব লোকমান হোসেন মিয়া।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডায়াগনস্টিক পরীক্ষা, বহির্ভাগে রোগী দেখাসহ সকল কর্মকর্তা-কর্মচারগনের কালো ব্যাজ ধারণ এবং বাদ যোহর হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া কর্মসূচী পালন করা হয়। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিলেন ডেপুটি পরিচালক ডা.হিমাংশু লাল রায়।
উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা.আবুল কালাম, সহকারী পরিচালক (অর্থ) জনাব মাহবুবুল আলম, আরপি জনাব আবু নঈম মোহাম্মদ, সেবা তত্ত্বাবদায়ক রেনোয়ারা আক্তার প্রমুখ।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ ডা.মইনুল ইসলাম, উপাধ্যক্ষ ডা.শিশির চক্রবর্তী সহকারী অধ্যাপক (কার্ডিওলজি)ডা.আজিজুর রহমান রুমান,আরপি আরএসগনের পক্ষে ডা.রাশেদ আশরাফ,মিড লেভেল ডাক্তারগনের পক্ষে ডা.আদনান চৌধুরী, ডা.সুমন রায়-সেক্রেটারী ইন্টার্ন চিকিৎসক পরিষদ, বিএনএ সেক্রেটারী জনাব ইসরাইল আলী সাদেক,জনাব আবুল খায়ের, সভাপতি, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, জনাব আব্দুল জব্বার- সভাপতি, ৪র্থ শ্রেনী কর্মচারী সমিতি সহ প্রমুখ।বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দোগে যথাযথ শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি পালিত হয়। দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন বিএনএ সাধারন সম্পাদক জনাব ইসরাইল আলী সাদেক সহ অন্যান্য নার্স নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আর্ত-পীড়িতদের সেবা ব্রতীর মাধ্যমে ৭৫’এর পরাজিত শক্তি এবং তাদের প্রেতাত্মাদের ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here