১ম শ্রেণীর সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ১০ম গ্রেডের কর্মকর্তারা

BD Logo

স্টাফ রিপোর্টার: ৯ম গ্রেডের নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ১০ম গ্রেডে কর্মরত ১৪ জন প্রশাসনিক কর্মকর্তা ও ব্যাক্তিগত কর্মকর্তা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)- এর সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই পদোন্নতি প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাইমা হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মহিউদ্দীন শামীম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ কে এম গোলাম মওলা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো. মুর্শিদ আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মো. মেহেদী হাসান, মুহাম্মদ জাহিদ হোসেন ও খন্দকার মমিনুর রহমান।
আর প্রশাসনিক কর্মকর্তারা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের মো. সুলতান আহমেদ ও মো. বেলায়েত হোসেন ফরুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. আমিনুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মো. সুলতান উদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ আশিকুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের মোরশেদা বেগম ও অর্থবিভাগের জাহিদা খাতুন।
প্রশাসনে নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের নয়টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি ও সহকারী সচিবের ২১০টি পদ
এদিকে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যাক্তিগত কর্মকর্তাদের এই পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছে সংশ্লিষ্ট পরিষদ গুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here