৫০ শয্যায় উন্নীত হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাসপাতাল- ডাক্তার, নার্সের নতুন পদ সৃজন

স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছে সরকার। একই সাথে হাসপাতালটির স্বাস্থ্য ক্যাডারের ১১টি নতুন পদ সৃজন ও ক্যাডার বহির্ভূত পুরনো ১০ টি পদ বিলুপ্ত করে ১১টি নতুন পদ সৃজন করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখার উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত একটি অফিস আদেশে স্বাস্থ্য ক্যাডারের ১১টি নতুন পদ ও ক্যাডার বহির্ভূত নতুন ১১ টি পদ সৃষ্টির বিষয়টি জানানো হয়। নব-সৃজিত পদ গুলির মধ্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৬ষ্ঠ গ্রেডের জুনিয়র কনসালটেন্ট ৬টি, ৯ম গ্রেডের সহকারী সার্জন এর ৫টি পদ সৃজন করা হয়েছে।

অন্য দিকে সরকারী কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগযোগ্য নন-ক্যাডার ১০ম গ্রেডের সিনিয়র স্টাফ নার্সের ৫ টি নতুন পদ সৃজন করা হয়েছে হাসপাতালটিতে। এছাড়াও ক্যাডার বহির্ভূত ১১ তম গ্রেডের মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও) ১ টি, ১১ তম গ্রেডের হেলথ এডুকেটর ১টি, ১৩ তম গ্রেডের প্রধান সহকারী ১ টি, ১৩ তম গ্রেডের কম্পিউটার অপারেটর ১টি, ১৬ তম গ্রেডের কার্ডিওগ্রাফার ১টি ও ১৬ তম গ্রেডের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটরের ১টি পদ এই হাসপাতালটির জন্য নতুন করে সৃজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

একই সাথে হাসপাতালটির চিকিৎসা সহকারী, সহকারী নার্স সহ ১০টি পুরনো পদ বিলুপ্ত করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের অফিস আদেশে জানানো হয়েছে বিলুপ্তকৃত পদ সমূহে কর্মরত জনবলের চাকুরী হতে অবসর, ইস্তফা, বদলী, বরখাস্ত, মৃত্যু কিংবা অন্য কোনো কারনে শুণ্য হলে স্বয়ংক্রিয় ভাবে পদগুলি বিলুপ্ত হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here