বাইপােলার মুড ডিসঅর্ডার

হাসি কান্না মিলিয়েই আমাদের জীবন। খুশি হবার পেছনে যেমন কারণ থাকে তেমনি থাকে মন খারাপেরও কারণ ।

কিন্তু কোন কারণ ছাড়াই হঠাৎ অনেক খুশি হওয়া, হাসাহাসি করা আবার পরক্ষণেই মন খারাপ করে বসে থাকা, কান্নাকাটি করা , ৫-৭ দিন এভাবে চলতে থাকা এটাবে বলা হয় বাইপােলার মুড ডিসঅর্ডার( Bipolar Mood Disorder ) এখানে বাইপোলার দিয়ে আমাদের মেজাজের ভালো খারাপ দুটো দিক বােঝানাে হয় ।

সমস্যা নেপথ্যে কারণঃ
বংশগত / জেনেটিক কারনে বেশি হয়ে থাকে । এর সাথে অতিরিক্ত কাজের চাপ, বিশ্রামহীন জীবন, শারীরিক ও মানসিক অবসাদ , দুশ্চিন্তা তাে আছেই ।

কি কি লক্ষণ দেখে বুঝবঃ
হঠাৎ করে খুব খুশি বা হাসাহাসি করা বা খুশি হয়ে এমন কিছু করে ফেলা যা দেখতে ভালো না। এই খুশি খুশি ভাবটা থাকে অল্প সময়।এরপর শুরু হয় বিষাদ , মন খারাপের পালা। কথনো প্রচন্ড চিৎকার করে কান্না, অকারণে রেগে উঠা, জিনিস ভাংচুর করা , বেশি বেশি কথা বলা, অযথা টাকা খরচ করা। আবার কখনো হাত পা কাটা, আত্নহত্যার প্রবণতা বা মাদকাসক্তি। এভাবে চলতে থাকে ৫-৭ দিন । কখন কার মাঝে এ সমস্যা গুলো দেখা দিবে তা ঠিক করে বলা কঠিন।

প্রতিরোধ, চিকিৎসা, করণীয়ঃ-
মনােরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট এর পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা শুরু করা এবং ওষুধ শুরু করা । এ চিকিৎসায় ওষুধ অপরিহার্য । এর সাথে পরিবারের সদস্যদের রােগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে , সাহায্য করতে হবে। এমন কিছু বলা যাবে না বা করা যাবে না যাতে রোগীর সমস্যা বাড়িয়ে দেয় । সাইকোথেরাপি কিছুটা কাজে আসতে পারে ।

সতর্ক থাকতে হবে যে বিষয়গুলােতে :
অভিভাবক যদি দেখেন তাদের সন্তান খুৱ অল্পতেই রেগে যাচ্ছে, সহ্য ক্ষমতা কমে যাচ্ছে, ঘুম কম, মেজাজ খিটখিটে হওয়া যা তাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করছে তাহলে দ্রুত মনোরোগ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে ।
সমস্যার শুরুতে কারণ বের করে চিকিৎসা শুরু করতে পারলে এর ফল খুবই ভাল পাওয়া যায়।
চিকিৎসা নেয়া সত্ত্বেও বাইপােলার মুড ডিসঅর্ডার বার বার হতে পারে । তবে এতে ভয় পাওয়ার কিছু নেই । প্রতিরােধমূলক ব্যবস্থা নিয়ে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চলা, নিয়মিত ওষুধ খাওয়া, জীবনযাত্রার ধরণ পরিবর্তন করা, অতিরিক্ত দুশ্চিন্তা না করা , শরীর ও মনকে বিশ্রাম দিতে পারলে এ সমস্যার প্রভাব অনেকখানি কমিয়ে আনা এমনকি পূর্ণ সুস্থ হওয়াও সম্ভব।

ডা. মোঃ রাশীদ মুজাহিদ
এম.বি.বি.এস (ঢাবি)
প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান
আই.সি.ডি.ডি.আর.বি, ঢাকা।
০১৩০৩৮৫৫৪৬৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here