নিজস্ব প্রতিবেদকঃ
এবছর মহামারী করোনাভাইরাসের কারণে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এবং এই সকল শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করা হবে। চলতি বছরের ডিসেম্বরে এই মূল্যায়নের কাজটি করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

আজ বুধবার এক অনলাইন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী দীপু মনি আরও জানান , ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে জেএসসি ও এসএসসির ফলের গড় রেজাল্ট অনুযায়ী শিক্ষার্থীদের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। যারা এসএসসি পাসের পর এইচএসসিতে ( বিজ্ঞান থেকে বাণিজ্য বা বানিজ্য থেকে মানবিকে অথবা বিজ্ঞান থেকে মানবিকে গিয়েছেন ) বিভাগ পরিবর্তন করেছেন, তাদের মূল্যায়নের জন্য মন্ত্রণালয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের মূল্যায়ন ঠিক করবেন। এইচএসসি শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের শিক্ষাকালে দুটি পাবলিক পরীক্ষা দিয়ে এসেছে।

এইচএসসি পাশের পর উচ্চশিক্ষার ভর্তির ক্ষেত্রে কি হবে জানতে চাইলে উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার ভর্তি কিভাবে হবে এখনই বলা সমীচিন হবে না। আলাপ–আলোচনা করে ঠিক করা হবে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম কিভাবে হবে।

বরাবরের মত এবছর ও এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে হঠাৎ দেশে করোনা মহামারীর কারণে এ পরীক্ষা স্থগিত হয়ে যায় । দীর্ঘ প্রতিক্ষার পর আজ শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত জানান। এবছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ১৩ লাখের বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here