করোনা প্রধানত বাতাসের মাধ্যমেই ছড়ায়

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রধানত বাতাসের মাধ্যমেই ছড়ায় এমন দৃঢ় প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিশেষজ্ঞদের বরাতে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন “দ্যা ল্যানসেট”। অন্যদিকে বড় বড় ড্রপলেটের মাধ্যমে সংক্রামন ছড়ানোর যথেষ্ঠ প্রমাণ পায়নি তারা।

বাতাসের মাধ্যমে করোনা ছড়ায় কিনা তা নিয়ে শুরু থেকেই নানা ধরনের তথ্য দিয়ে আসছিলো বিশেষজ্ঞরা। এবার বাতাসের মাধ্যমে করোনা ছড়ায় এমন দৃঢ় প্রমাণ (স্ট্রং এভিডেন্স) পাওয়ার দাবী করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ছয়জন বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞদের মধ্যে একজন হোসেলুইস ডেমিলিস বলেন, বাতাসের মাধ্যমে করোনা বিস্তারের তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি কোওপারেটিভ ইন্সটিটিউট ফর রিসার্চ ইন এনভায়রনমেন্ট সায়েন্স এবং ইউনিভার্সিটি অফ কোলারাডো বোলরাডো-এর রসায়নবিদ। তার দাবি সংক্রমণ নিয়ে বিজ্ঞান সম্মত তথ্য প্রচার জরুরি, যাতে বাতাসের মাধ্যমে সংক্রামন কমিয়ে আনা যায়।

প্রতিবেদনে বাতাসে করোনা ছড়ায় তার পক্ষে দশটি যুক্তি উপস্থাপন করা হয়েছে। সুপার স্প্রেটার ইভেন্টের মধ্যে একটি স্কাগিভচুয়ার প্রাদুর্ভাব, এতে একজনের থেকে ৫৩ জন আক্রান্ত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, করোনা সংক্রামন আবদ্ধ ঘরে বেশী ছড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, বাতাস চলাচলের পথ খোলা রেখে সংক্রামন অনেকাংশেই কমিয়ে আনা যায়। গবেষণায় দেখাগেছে উপসর্গ নিয়ে ব্যক্তি থেকে ভাইরাস ছড়িয়ে পরতে পারে, আর এমনভাবে আক্রান্ত হওয়ার শতকরা হার মোট সংক্রমণের ৪০ ভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here