করোনার ভয়াবহ অবস্থায় নেপাল

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে একমাসের ব্যবধানে দৈনিক সংক্রমণ বেড়েছে ৩০ গুণ। ফাঁকা নেই হাসপাতালগুলো। আশংকা করা হচ্ছে প্রতিবেশী ভারতের পথেই যাচ্ছে নেপালের করোনা পরিস্থিতি।

করোনাকালে একসাথে এতো মরদেহ এর আগে কখনও দাহ করা হয়নি কাঠমাণ্ডুর শ্মশানগুলোতে। একটি মরদেহ পোড়া শেষ হতে না হতেই ঢুকছে আরেকটি।

একমাস আগেও পর্যটনের জন্য বিখ্যাত দেশটিতে দৈনিক গড় সংক্রমণ ছিলো ৩শ’র ঘরে। চার সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা এখন ছাড়িয়েছে ৯ হাজারের ঘর।

চিকিৎসকরা বলছেন, ভারতের নতুন ভেরিয়েন্টের কারণেই এতো দ্রুত ভয়াবহ হচ্ছে পরিস্থিতি।

নেপাল চিকিৎসক যোতিন্দ্র শর্মা বলেন, করোনা রোগীর জন্য এখনই কোন হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। কোথাও বেড মিললেও নেই পর্যাপ্ত অক্সিজেন। কোভিড রোগীদের জন্য সবচেয়ে বড় সংকট এই অক্সিজেন। সংকট মোকাবেলায় কোন প্রস্তুতিই দেখছি না সরকারের। দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি।

জানা গেছে, গেলো সপ্তাহে যতো রোগী করোনা পরীক্ষা করিয়েছেন তার ৪৪ শতাংশই পজেটিভ এসেছে। ৩ কোটি ১০ লাখ বাসিন্দার দেশটিতে মাত্র ১ শতাংশ মানুষকে দেওয়া হয়েছে করোনা ভাইরাসের টিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here