নিয়ন্ত্রণহীন করোনাভাইরাসঃ থামছে না মৃত্যুর মিছিল

স্টাফ রিপোর্টারঃ করোনা অনেকটা নিয়ন্ত্রণহীন, এ অবস্থায় স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানলে মৃত্যু ও শনাক্তের হার বৃদ্ধির আশঙ্কা চিকিৎসকদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ শরফুদ্দিন আহমেদ বলেছেন এরই মধ্যে আমাদের মৃত্যু ১০০ ছাড়িয়েছে, সামনে আরো বাড়তে পারে তাতে পুরো চিকিৎসা ব্যবস্থা সংকটে পড়বে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর হার আরো বেড়ে যাবে এবং এমন পরিস্থিতিতে সংকট বাড়ছে আইসিইউ ও সাধারণ বেডের। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সামনে বড় ধরনের সংকটে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা। এই মুহূর্তে হাসপাতালের বেড আইসিইউ বেড এত বেশি বাড়ানো সম্ভব নয়। যেভাবে লকডাউন পালন হচ্ছে এভাবে আরো এক সপ্তাহ কঠোর লকডাউন বৃদ্ধি, ফিল্ড হাসপাতাল নির্মাণ ও বেসরকারি হাসপাতালগুলো কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়াও সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান বলেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেসব ক্ষমতা আছে তা এখনই হুমকির মুখে পড়েছে, বিনা চিকিৎসায় অনেকের মৃত্যুও হতে পারে দ্রুত ফিল্ড হাসপাতাল নির্মাণ খুব জরুরী হয়ে পড়েছে পূর্বে নির্মাণকৃত ফিল্ড হাসপাতালগুলো গুটিয়ে নেওয়া ঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

তাই এই সংক্রমণ প্রতিরোধে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা,অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং সবসময় মাক্স পরিধান করা সহ বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে আহ্বান জানান চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here