বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে আজ ১৭৩১ জনের কোভিড-১৯ টিকা গ্রহণ

বিডি হেলথ এক্সপ্রেসঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ রবিবার ১১ এপ্রিল ২০২১ইং তারিখে দেশব্যাপী কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রমের তৃতীয় দিনে মোট ১৭৩১ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৫২৯ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২০২ জন। আজ ১১ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫২ হাজার ৪ শত ৪৫ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪ হাজার ৫ শত ৪৬ জন। আজ টিকা নিয়েছেন সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, মাননীয় বিচারপতি মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রশীদুল আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব কামাল আবু নাসের চৌধুরী, সাবেক সচিব মফিজুল হক, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।

এদিকে ১১ এপ্রিল পর্যন্ত বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ রবিবারের ৬৭৫ জনসহ এ পর্যন্ত ১ লক্ষ ২৯ হাজার ৯ শত ৭১ জনের কোভিড-১৯ টেষ্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে রবিবারের ২৭৫ জনসহ এ পর্যন্ত ৮৮ হাজার ৯ শত ৬৮ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৭ শত ২৮ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৪ শত ৭০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৬ শত ৮৭ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৬ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন রোগী।

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ রবিবার সকালে প্রশাসনিক মিটিং শেষে কনভেনশন সেন্টার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। এর পর ইনফারটিলিটি বিভাগের শিক্ষকদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মাননীয় উপাচার্য মহোদয় ডা. মিল্টন হলে অনুষ্ঠিত সকল অনুষদের ডীনবৃন্দ ও সকল বিভাগীয় চেয়ারম্যানসহ সকল অধ্যাপকবৃন্দের সাথে একটি জুম মিটিং এ অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ ওই মিটিং এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পরিকল্পনা, চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো এগিয়ে নেয়া ও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাননীয় উপাচার্য মহোদয় সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। এসময় সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও আজ রবিবার চীফ এস্টেট অফিসের সাথে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here